রবিবার , ৩ মার্চ ২০১৯ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কার্যালয় পরিদর্শনে উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ৩, ২০১৯ ৯:১২ অপরাহ্ণ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কার্যালয় পরিদর্শন করেছেন বিভিন্ন দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা। রোববার সকাল ১০টার দিকে নগরীর আমতলা মোড়ে অবস্থিত বরিশাল মেট্রোপলিটন পুলিশের কার্যালয় পরিদর্শন করেন ন্যাশনাল ডিফেন্স কোর্সের ইন্টারনাল স্টাডি ট্যুরের সদস্যরা।

বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া ও শ্রীলঙ্কার ব্রিগেডিয়ার জেনারেল এবং যুগ্ম-সচিব পদ মর্যাদার ২৫ সদস্যের ন্যাশনাল ডিফেন্স কোর্সের ইন্টারনাল স্টাডি ট্যুরের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেজর জেনারেল মোশফেকুর রহমান। অতিথিদের অভ্যর্থনা জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোশারফ হোসেন।

পরে কনফারেন্স রুমে পুলিশ কমিশনার মোশারফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের অবকাঠামো, সফলতা, ভবিষ্যত কর্মপরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ডকুমেন্টারি উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার মাহ্ফুজুর রহমান।

ন্যাশনাল ডিফেন্স কোর্সের সদস্যরা প্রশ্নোত্তর পর্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারেন এবং তাদের মতামত দেন।

সভা শেষে পরিদর্শক দল এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা স্মারক সম্মাননা ক্রেস্ট বিনিময় হয়। অতিথিবৃন্দ বরিশাল মেট্রোপলিটন পুলিশের আতিথেয়তায় মুগ্ধ হন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি