রিপোর্ট ঃ জাকারিয়া আলম দিপু :
বরিশাল জেলা প্রশাসন দূর্গা সাগরে নবান্ন উৎসবের আয়োজন করেছে।১৫ নভেম্বর ২০১৬-বাংলা অগ্রহায়ণ ১৪২৩ তারিখে বিকাল ৩টায় দুর্গাসাগর, মাধবপাশা, বরিশালে নবান্ন উৎসবের আয়োজন করেছে।আজ এ সংক্রান্ত বিষয় নিয়ে এক মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সকাল ১১টায়।
উৎসবে থাকছে দেশীয় আবহে সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা ও অন্যান্য দেশি খাবা র গ্রহণ, বিচিত্রানুষ্ঠান, ভাব বিনিময়, জেল খালের অংশগ্রহণকারীদের সম্মাননা বিতরণ, নাগরিক জীবনের ক্লান্তি ভুলে প্রকৃতিকে সাথে নিয়ে বহুবর্ণিল অালাপন সহ আরো আর্কষন থাকছে।
১১:০০ টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে মাননীয় জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান স্যারের সভাপতিত্বে বরিশালে ‘নবান্ন উৎসব ১৪২৩’ আয়োজনের প্রস্তুতি বিষয়ক বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়।আরো উপস্থিত ছিলেন এডিসি আহসান হাবিব, গনমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তি সুশান্ত ঘোষ,আজকের বরিশাল এর সম্পাদক এম. আর. পিন্স, অলটাইমবিডিনিউজ২৪ এর সম্পাদক নুরে আলামিন বাপ্পী ও বার্তা সম্পাদক জাকারিয়া আলম দিপু সহ বরিশালের সিটিজেন জানালিষ্টগন।