নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠপর্যায়ের কার্যালয়ে ১০টি পদে ৩৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। এ-সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। বিভিন্ন পদের নাম ও আবেদনের যোগ্যতা নিচে দেওয়া হলো।
পদের নাম: ক্যাটালগার (উচ্চ স্কেল)। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এই পদের শিক্ষাগত যোগ্যতা গ্রন্থাগারবিজ্ঞানে স্নাতক (সম্মান)। এতে বেতন হবে ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ৩০০ টাকা।
পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এর কর্মস্থল হবে আঞ্চলিক নির্বাচন অফিস ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়। এতে নয়জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি/সমমান। এতে বেতন দেওয়া হবে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।
পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদে নয়জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। এই পদের বেতন ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।
পদের নাম: উচ্চমান সহকারী। দপ্তরের নাম: নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের কার্যালয়। পদসংখ্যা: ১৩। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান। বেতন: ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা।
পদের নাম: হিসাব সহকারী। দপ্তরের নাম: নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়। পদসংখ্যা: ২১। শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক (সম্মান)। বেতন: ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা।
পদের নাম: স্টোর কিপার। দপ্তরের নাম: নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়। পদসংখ্যা: ৫৮। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (সম্মান)। বেতন: ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। দপ্তরের নাম: নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়। পদসংখ্যা: ৯৭। শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান। বয়স: ৩৫ বছর। বেতন: ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।
পদের নাম: অফিস সহায়ক। দপ্তরের নাম: নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়। পদসংখ্যা: ১১৪। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান। বেতন: ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার টাকা।
পদের নাম: নিরাপত্তাপ্রহরী। দপ্তরের নাম: নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়। পদসংখ্যা: ৯। শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/অষ্টম শ্রেণি/সমমান। বেতন: ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার টাকা।
পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (ঝাড়ুদার)। দপ্তরের নাম: নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়। পদসংখ্যা: ৮। শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/অষ্টম শ্রেণি/সমমান
বেতন: ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার টাকা।
আবেদনের নিয়ম: যাঁরা এসব পদে আবেদন করতে চান, তাঁরা ecs.teletalk.com.bd–এর মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়া চাকরির বিজ্ঞাপনটি দেখতে পারেন: http://www.ecs.gov.bd/category/job-information এই ঠিকানায়।
আবেদনের শেষ সময়: ২৫ ফেব্রুয়ারি ২০১৯