অনলাইন ডেস্কঃ বরিশাল সদর উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে প্রার্থীর পক্ষে মনোনয়নপত্রটি রিটার্নিং কর্মকতার কাছে জমা দেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
অবশ্য এই সময় উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা মাহাবুবুর রহমান মধু ও মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগমের মনোনয়নপত্রটি জমা দিয়েছেন।
বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমাকালে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর হোসেন ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মনিরুল ইসলাম ছবি প্রমুখ।’
(Visited ১ times, ১ visits today)