পটুয়াখালীর বাউফলে এক ছাত্রলীগ নেতার বোনের সাথে প্রেম করার অপরাধে অপর এক ছাত্রলীগ নেতার কলেজ পড়ুয়া ভাইকে ছুরিকাঘাত করা হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের সাব-রেজিস্ট্রার অফিসের সামনের রাস্তায় এ ঘটনা ঘটেছে।
আহত ব্যক্তিকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে- বাউফল সরকারী কলেজ শাখার ছাত্রলীগের এক নেতার বোনের সাথে উপজেলা ছাত্রলীগের অপর এক নেতার ভাই ও বাউফল সরকারী কলেজের একাদশ শ্রেণির ছাত্র মুজিব মোল্লার সাথে দীর্ঘদিন ধরে প্রেম চলে আসছিল। এ বিষয়টি কোন পরিবারই মেনে নেয়নি। ঘটনার দিন দুপুর সোয়া ১২টার দিকে মুজিব মোল্লাকে সাব-রেজিস্টার অফিসের সামনে পেয়ে প্রেমিকার ভাই ও সরকারী কলেজ শাখার ছাত্রলীগ নেতা আটক করে মারধর করে।
একপর্যায়ে তার সাথে থাকা এক যুবক মুজিবকে মাথায় ছুরিকাঘাত করে। এ খবর পেয়ে স্বজনেরা এসে তাকে উদ্ধার বাউফল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
সংশ্লিষ্ট চিকিৎক জানিয়েছে- মুজিবের মাথার ক্ষতস্থানে ৮টি সেলাই দেয়া হয়েছে।”