বরিশাল নগরীর হাতেমআলী কলেজ চৌমাথা বাজার ও আশপাশের এলাকায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিটি করপোরেশন। রবিবার সকাল ১০টায় শুরু হওয়া অভিযানে চৌমাথা গোলপুকুরের উত্তর পাড়ের এবং চৌমাথা বাজারের প্রবেশ পথের দুই পাশে থাকা বিভিন্ন ধরনের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সিটি করপোরেশনর সড়ক পরিদর্শক রেজাউল কবির জানান, বার বার নোটিশ করার পরও অবৈধ দখলদাররা তাদের স্থাপনা সরিয়ে নিচ্ছিলেন না। এই অবস্থায় কর্তৃপক্ষের নির্দেশে সকালে চৌমাথা গোলপুকুরের উত্তরপাড়ে উচ্ছেদ অভিযান শুরু হয়। পরে চৌমাথা বাজারের বৈধ স্থাপনা ছাড়া বাজারের প্রবেশ পথের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিসিসি’র সড়ক পরিদর্শক রেজাউল কবির।
(Visited ১ times, ১ visits today)