বৃহস্পতিবার , ২১ ফেব্রুয়ারি ২০১৯ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ২ কলেজ ছাত্র নিহত

প্রতিবেদক
Alltime BD News24 .com
ফেব্রুয়ারি ২১, ২০১৯ ১১:০৩ অপরাহ্ণ

ঢাকা থেকে দল বেঁধে মোটর সাইকেলযোগে কুয়াকাটা যাওয়ার পথে বরিশালে সড়ক দুর্ঘটনায় ২ কলেজ ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সাড়ে ৮টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল ক্রসফায়ার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের ভ্রমণ সঙ্গী মো. মারুফ হোসেন জানান, ঢাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৩০ জন ফেসবুক বন্ধু একত্রিত হয়ে গত বুধবার রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ১৬টি মোটর সাইকেলযোগে কুয়াকাটার উদ্দেশ্যে রওয়ানা দেন। মোটর সাইকেলের বহর বৃহস্পতিবার সকালে ক্রসফায়ার এলাকা অতিক্রম করছিল। এসময় বরিশাল থেকে কাঠালবাড়ি ফেরীঘাটগামী বিএমএফ পরিবহনের একটি বেপরোয়া গাতির বাসের সাথে বহরের একটি মোটর সাইকেলের ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র নাজমুল হোসাইন অপু (২৪)।
স্থানীয়রা আহত অপরজন ঢাকার শেখ বোরহান উদ্দিন কলেজের ৩য় বর্ষের ছাত্র মো. মহসিনকে (২৭) গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এদিকে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি