দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে আব্দুর রহমান (৪৫) নামে আবারও এক বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে জোহানেসবার্গ সংলগ্ন জার্মিসস্টন নামক স্থানে তার নিজ দোকানে তাকে গুলি করা হলে স্থানীয় বাংলাদেশিরা
উদ্ধার করে হাসাপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
নিহত আব্দুর রহমানের দেশের বাড়ি পটুয়াখালী জেলায়। তার বাবার নাম আতাহার হাওলাদার।
স্থানীয় বাংলাদেশিরা জানান, রাতে দোকান বন্ধের আগে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তার দোকানে প্রবেশ করে। এসময় তারা দোকান থেকে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। একপর্যায়ে সন্ত্রাসীরা তার কাছে আরও টাকা দাবি করলে টাকা দিতে অস্বীকৃতি জানায় রহমান। পরে সন্ত্রাসীরা আব্দুর রহমানকে গুলি করে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।
তার মরদেহ জোহানেসবার্গ শহরের ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’’