মঙ্গলবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৯ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

পিরোজপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

প্রতিবেদক
Alltime BD News24 .com
ফেব্রুয়ারি ১৯, ২০১৯ ১০:১৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক// পিরোজপুরের নাজিরপুরে শারীরিক ও বাক প্রতিবন্ধী এক তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দুপরে উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের বিল ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন রাতে ধর্ষিতার ভাই বাদি হয়ে অভিযুক্ত নয়ন রায়ের (২০) বিরুদ্ধে নাজিরপুর থানায় মামলা দায়ের করেন। আজ মঙ্গলবার সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ নয়ন রায়কে গ্রেপ্তার করেছে। নয়ন ওই গ্রামের নিরঞ্জন রায়ের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের বিল ডুমুরিয়া গ্রামের নিরঞ্জন রায়ের ছেলে নয়ন রায় গত সোমবার দুপুরে তার প্রতিবেশী শারীরিক ও বাক প্রতিবন্ধী এক তরুণীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে বাড়ির পাশে জমিতে কাজ করতে থাকা তার মা-বাবা ছুটে এলে ধর্ষক পালিয়ে যায়। ধর্ষিতা বিষয়টি ইশারায় পরিবারের লোকজনকে অবগত করে। এ ঘটনায় ওই দিনরাতে ধর্ষিতার ভাই বাদি হয়ে থানায় মামলা করলে আজ মঙ্গলবার সকালে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক নয়নকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী অফিসার নাজিরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, গ্রেপ্তারের পর অভিযুক্ত নয়ন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, ইতোপূর্বেও সে বিভিন্ন সময় মেয়েটি বাড়িতে একা পেয়ে একাধিক বার ধর্ষণ করেছে।

নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি/তদন্ত) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষক নয়নকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’’

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি