আজ ১৮ ফেব্রুয়ারি সকাল ১০ টায় বরিশাল নগরীর এনএক্স ভবন সংলগ্ন রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বরিশাল রিপোর্টার্স ইউনিটির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বস্তুনিষ্ঠ সাংবাদ প্রকাশে বরিশাল রিপোর্টার্স ইউনিটি হয়ে উঠুক সত্যের বাহক ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা প্রশাসক বরিশাল একথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস, এম, অজিয়র রহমান, জেলা প্রশাসক বরিশাল, মোঃ রবিন শীষ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল, জয়দেব চক্রবর্তী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল, রাসেল ইকবাল, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল, নজরুল বিশ্বাস, সভাপতি রিপোর্টার্স ইউনিটি, বাপ্পী মজুমদার, সম্পাদক রিপোর্টার্স ইউনিটি, আনিসুর রহমান খান স্বপন, সাবেক সভাপতি রিপোর্টার্স ইউনিটির, আবুল কালাম আজাদ, সভাপতি, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব বরিশাল, বিধান সরকার, একাত্তর টেলিভিশন, আলী খান জসিম সাবেক সভাপতি, শামীম আহমেদ, সাবেক সিনিয়র সম্পাদক কামরুল আহসান, কামাল মাসুদুর রহমান, সহ বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।
শুরুতে জেলা প্রশাসক বরিশাল এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় পরে আগত অতিথিরা কেক কেটে ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন পরিশেষে জেলা প্রশাসক রিপোর্টার্স ইউনিটির সদস্যদের মাঝে বক্তব্য রাখেন।