বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ডাস্টবিন থেকে অন্তত ২২টি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এসব মরদেহ উদ্ধার করা হয়।
হাসপাতালের এক ওয়ার্ড মাস্টার জানিয়েছেন, উদ্ধার করা নবজাতকের মরদেহের সংখ্যা ২২ এর অধিক হতে পারে।
অন্যদিকে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা জানিয়েছেন, মরদেহগুলো কোথা থেকে এসেছে তার হদিস জানেন না তারা। তবে মরদেহের সংখ্যা ২০ এর অধিক হতে পারে।
তবে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসনের কোন বক্তব্য পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন
(Visited ১ times, ১ visits today)