সোমবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৯ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশাল’র নির্বাচন সম্পন্ন

প্রতিবেদক
Alltime BD News24 .com
ফেব্রুয়ারি ১৮, ২০১৯ ৯:৪৯ অপরাহ্ণ

আনন্দ উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হলো বরিশালের স্থানীয় দৈনিক পত্রিকার বার্তা সম্পাদকদের সংগঠন নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশালের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৮ ফেব্রুয়ারি) নগরীর অশ্বিনী কুমার টাউন হলে সংগঠনের সদস্যরা সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আটটি পদে নির্বাচন হওয়ার কথা থাকলেও ৫টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদ সহ মোট তিনটি পদে আজ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনটি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ছয়জন। দুপুর সাড়ে ১২টায় নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ৭১ টেলিভিশনের বরিশাল প্রতিনিধি সিনিয়র সাংবাদিক বিধান সরকার। এ সময় নির্বাচন কমিশনার আরিফুর রহমান ও আমিনুল শাহিন উপস্থিত ছিলেন।

নির্বাচনে ১৪ ভোট পেয়ে সভাপতি পদে সৈয়দ মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাসিবুল ইসলাম পেয়েছেন ৭ ভোট। ১১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন খন্দকার রাকিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রিয়াজ পাটওয়ারী পেয়েছেন ১০ ভোট। ১৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে রিপন হাওলাদার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হুমায়ুন কবির রোকন পেয়েছেন ৭ ভোট।

একই সাথে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৫ জনের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার। এরা হলেন, সহ-সভাপতি এম কে রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, কোষাধ্যক্ষ তানভির হাসান আকিব, দপ্তর সম্পাদক আল-আমীন গাজী ও ক্রীড়া সম্পাদক মজিবর রহমান নাহিদ। এদিকে নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশালের নির্বাচন উপলক্ষে সকাল থেকেই উৎসব মূখর পরিবেশ ছিল অশ্বিনী কুমার হল চত্বরে। নির্বাচন পর্যবেক্ষণ করেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আলী জসিম, গোপাল সরকার, শাকিব বিপ্লব, শামীম আহমেদ, এম জহির সহ সিনিয়র সাংবাদিকবৃন্দ।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি