শনিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৯ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ঋণের চাপে আত্মহত্যা করলো বরিশালের চা-দোকানদার

প্রতিবেদক
Alltime BD News24 .com
ফেব্রুয়ারি ১৬, ২০১৯ ৭:৫০ অপরাহ্ণ

বরিশালের গৌরনদীতে ঋণের চাপে খোকন বেপারী (৪৫) নামের একজন চা-দোকানি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার রাতে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল বাজারে এ ঘটনা ঘটে। খোকন বেপারী কালকিনি উপজেলার দক্ষিণ ভাউতলী গ্রামের মৃত আবুল কাশেম বেপারীর ছেলে। এ ব্যাপারে গৌরনদী মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিহতের ছোট ভাই রোকন বেপারী বলেন, তার বড় ভাই খোকন বেপারী ৩০ বছর ধরে গৌরনদী উপজেলার মেদাকুল বাজারে চায়ের দোকান চালিয়ে আসছিলেন। ব্যবসা করতে গিয়ে তিনি চার-পাঁচাট এনজিও ও মহাজন থেকে অতিরিক্ত সুদে ঋণ নেন। এতে পাঁচ-ছয় লাখ টাকার দেনায় জড়িয়ে পড়েন তিনি। টাকা পরিশোধ করতে না পারায় এনজিও প্রতিনিধি ও সুদি কারবারিরা তাকে চাপ দিচ্ছিলেন। শুক্রবার রাতে তিনি দোকানের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

গৌরনদী থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, এনজিওর ঋণের ও সুদি কারবারিদের সুদের টাকার চাপে খোকন বেপারী আত্মহত্যা করেন। রাত সাড়ে ১১টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে নিহতের ভাই রোকন বেপারী বাদী হয়ে একটি ইউডি মামলা করেন।

ময়নাতদন্তের জন্য খোকনের মৃতদেহ শনিবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি