পটুয়াখালীর বাউফলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও)। এসময় বর ও স্থানীয় এক মসজিদের ইমামকে আটক করা হয়। বুধবার রাত আনুমানিক ৭টার দিকে ওই ঘটনা ঘটে। উপজেলার বাউফল ইউনিয়নের মধ্য জৌতা ডালী বাড়ী মসজিদে।
আটককৃতরা হলেন বাহির দাশপাড়া গ্রামের আবুল কালাম খাঁনের ছেলে (বর) মো: আল-আমিন(২৪) ও বাবুর হাট গ্রামের মাওঃ আবদুর রহিমের ছেলে ইমাম মাওঃ ইলিয়াছ হাসান। বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ মেজিস্ট্রেট পিজুস চন্দ্র দে আটক দুইজনকে বাল্যবিবাহ আইনে ২০১৭সন (৭) এর (১) ধারায় ছয় মাসের সশ্রম কারাদন্ড দেয়।
(Visited ১ times, ১ visits today)