নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর বিশিষ্ট শিল্পপতি, এম ই পি গ্রুপের চেয়ারম্যান সামছুল আলম চাকলাদারের মৃত্যুতে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল(অবঃ)জাহিদ ফারুক শামীম এমপি গভীর শোক প্রকাশ করে শোক বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
গতকাল সকাল সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়স্বজনসহ গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আকস্মিক অসুস্থবোধ করার পর সামছুল আলম চাকলাদারকে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়লে এম ই পি’তে কর্মরত কর্মকর্তা-কর্মচারীসহ সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এদিকে মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল ১০টায় নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে বরিশাল মুসলিম গোরস্থানে দাফন করা হবে। এম ই পি গ্রুপের চেয়ারম্যান সামছুল আলম চাকলাদারের ইন্তেকালে গভীর ভাবে শোক প্রকাশ করে প্রতিমন্ত্রী কর্ণেল(অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি শোক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।