দূর্বার তারুন্য
লাভলী জাওয়াদ মাহী
———
কেমন আছি ?
হ্যাঁ, আমরা ভালো আছি।
আমাদের সম্পর্কের কোনো নাম নেই।
আমাদের কোন বয়স নেই !
পথে ঘাটে মাঠে পথিক হয়ে,
আমরা হেঁটে যাই একসাথে।
কখনো হাসি….কখনো কাঁদি…..
কখনো কবি…..কখনো ভাবি…..
স্বার্থহীন উদ্দেশ্য, তাই
আমাদের কোনো নির্দিষ্ট গন্তব্য নেই।
কখনো আমরা যাযাবর….
কখনোবা আশায় বাঁধিঘর….
মন বুঝি, তাই
আমরা কষ্ট সূতোয় একে অপরকে বেঁধে রাখি।
কখনো আনন্দে প্রজাপতি হয়ে উড়ি
কখনোবা দুঃখ গভীর নদী!
আমরা ভালবাসার মালা গাঁথি!
আমরা আজন্ম সম্পর্কের সাথী!
আমরা পাশে থাকি, পাশে হাঁটবো….
ভালোবাসি, ভালবাসবো…..
দ্বিদ্ধাদ্বন্ধ ভুলে, হিসেবের খাতা ছুঁড়ে ফেলে
আমরা ব্যস্ত ভীষণ এখন
আমাদের আড্ডায়…..
মানবীয় প্রেমে হই মানুষ জাতি,
অন্ধকারকে মলিনে জ্বালি বাতি!
——————-
(Visited ৭ times, ১ visits today)