বরিশাল নগরীর জেলা স্কুলের সামনের দোকানগুলিতে সিগারেট ও তামাকজাত দ্রব্য বিক্রি করায় ২ দোকানদারকে ৭ দিনের বিনাস্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ রবিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় বরিশাল জেলা স্কুলের সামনে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- বরিশাল জেলা স্কুলের সামনের চায়ের দোকানদার ধলু তালুকদারের ছেলে বাদল তালুকদার(৩০), মৃত আবুল কাশেম শিকদারের ছেলে মো রফিক(৩২)।
সূত্র জানায়, আজ দুপুরে সরকারি নির্দেশের তোয়াক্কা না করে প্রকাশ্যে এসব দোকানে সিগারেট-গুল-তামাক বিক্রয় করার অভিযোগ পেয়ে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী অভিযান পরিচালনা করেন।এবং উভয় দোকানদারকে ৭ দিনের বিনাস্রম কারাদন্ড দেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মৌ আব্দুল হালিম নেতৃত্বে একদল পুলিশ অভিযানে সহযোগীতা করেন।
এসময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, ইভটিজিং ও স্কুল কলেজের সামনে বিড়ি-সিগারেট বিক্রয়ের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।
এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আব্দুল হালিম জানান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের তৎপরতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে জেলা প্রশাসনের এসকল অভিযানে তাৎক্ষনিক সহযোগীতা আরো জোরদার করা হবে।