যমুনা টেলিভিশনের বরিশাল ব্যূরো প্রধান ও দৈনিক বরিশাল চব্বিশ ঘন্টার প্রকাশক সাংবাদিক কাওছার হোসেনের পিতা ইউনুছ মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার আছর বাদ পলাশপুরের দলিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাযা শেষে তাকে কাজীবাড়ি গোরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। শনিবার দুপুর ১টায় শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান ইউনুছ মিয়া পৃথিবীর মায়া ত্যাগ করেন। এদিকে সাংবাদিক কাওছার হোসেনের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম এমপি, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, দৈনিক আজকের তালাশ’র সম্পাদক মারুফ হোসেন, বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি মজিবর রহমান নাহিদ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।