মোঃ শাহাজাদা হিরা.
সিনিয়ার স্টাফ রির্পোটার.
মাঝি বাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে,আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে। বরিশালের অন্যতম পর্যটনকেন্দ্র। ঐতিহ্যবাহী দুর্গাসাগরে চলছে নৌকা। আজ বিকেল 5 টায় দুর্গাসাগরে বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান গ্রাম বাংলার ঐতিয্যবাহী 2টি কাঠের নৌকা পর্যটক ও দর্শনার্থীদের বিনদনের জন্য দুর্গাসাগরে ভাষিয়েছে। পর্যটকদের ভ্রমন আরো আনন্দময় করতে এই নৌকার সংযোজন করা হয়েছে বলে তিনি যানায়, আমরা দুর্গাসাগর কে নতুন আঙ্গীতে নতুন রুপে সাঝাবো পাশাপাশি ব্যতিক্রমধর্মী পর্যটন নগরী হিসেবে গড়ে তোলবো দুর্গাসাগরকে। এসময় উপস্থিত ছিলেন, মোঃ আহসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল। জানা গেছে, চন্দ্রদ্বীপের রাজবংশের চতুর্দশ রাজা শিব নারায়নের অকাল মৃত্যু হয়। তখন তার স্ত্রী রানী গর্ভবতী ছিলেন। শিব নারায়নের মৃত্যুর পর তার পুত্র পঞ্চদশ রাজা জয় নারায়ন জন্মগ্রহণ করেন। বিধবা রানী দুর্গাবতী বুদ্ধিমতি ও প্রজাবৎস মহিলা ছিলেন। আঠারো দশকের শেষ ভাগে নাটোরের রানী ভবানী ও চন্দ্রদ্বীপের রানী দুর্গাবতী জমিদারি পরিচালনা করে বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে ওঠেন। তিনি প্রজাদের মঙ্গলের জন্য অনেক পুকুর ও দীঘি খনন করে নিজের অর্থ ব্যয় করেন। রানী দুর্গাবতী ১৮৭০ সালে বাবুগঞ্জের মাধবপাশায় এ দুর্গাসাগর খনন করেন। সেই থেকেই দুর্গাসাগর বরিশাল বাসির বিনদনের স্থান হয়ে উঠেছে। দুর্গাসাগর দিঘির দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের অতিরিক্ত নাজির মো.সাইদুল ইসলাম সাইদ। বলেন জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান স্যার দুর্গাসাগরকে পর্যটন ও দর্শনার্থীদের বিনদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছেন এরিমধ্যে তা সময়ের সাথে সাথে বাস্তবায়ন করা হচ্ছে। এসময় ঘুরতে আসা দর্শনার্থীরা বলেন, দুর্গাসাগর দিঘির নানা পরিবর্তন হয়েছে। এখানে হরিণ বিচরণ করছে, হাঁস রয়েছে, শিতের সময় পাখিরা আসেছে, বসার জন্য বেঞ্চ রয়েছে, অনুষ্ঠান করার জন্য মঞ্চ তৈরী করা হয়েছে, রয়েছে নিরাপত্তার জন্য ক্লোজ সার্কিট ক্যামেরা আজ থেকে নৌকা চলছে দুর্গাসাগরে। এতো কিছুর পরেও নিরাপত্তার প্রশ্ন থেকেই যায়। দুর্গাসাগরের চতুর দিকের প্রাচীর ভাঙ্গা সেখান থেকে বহিরা গতো কিছু মানুষ ঠুকে দুর্গাসাগরে তারা দর্শনার্থীদের হয়রানি করে এমনকি দুর্গাসাগরে বিভিন্ন সম্পদ বিনষ্ট করে তাই এর অবকাঠামো গত উন্নয়ন করা প্রয়োজন। এ ব্যাপারে যানতে চাইলে মোঃ আহসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল। বলেন খুব দ্রুত এর অবকাঠামো গত উন্নয়ন করা হবে।
ফটোগ্য্যালারীঃ