মোঃ শাহাজাদা হিরাঃ আজ শনিবার ২ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় বরিশাল জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর-৫ আসনের এমপি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়িয়েছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এত সুবিধা কোনও সরকার দেয়নি। এরপরও কেউ দুর্নীতি করলে, তাদের কোনও ক্ষমা নেই।’
দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য অধিনস্ত কর্মকর্তা-কর্মচারীদের দিকে কঠোর নজরদারী রাখতে ঊর্ধ্বতনদের প্রতি আহ্বান জানান তিনি। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করছি। এসময় কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনেরও আহ্বান জানান তিনি।
এসময় বরিশাল জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(Visited ১ times, ১ visits today)