সবটুক ভালবাসা দিয়ে দিব
আব্দুল গফফার খান
বন্ধু তুমি আমার কাছে এসো
সবটুক ভালবাসা দিয়ে দিব।
রাখবো না আমি রাখবো না
এক বিন্দু,
ও বন্ধু ও বন্ধু।
তুমি কাছে এলে
তোমার ভালবাসা পেলে
হয়ে যাবে প্রেমের সিন্ধু
ও বন্ধু ও বন্ধু।
তুমি কাছে না এলে
আমার বুক ভরা ব্যথা
চোখের জল হয়ে
বয়ে যাবে নদী,
ও বন্ধু ও বন্ধু।
তুমি আমার কাছে এসো
সবটুক ভালবাসা দিয়ে দিব।
(Visited ২ times, ১ visits today)