শনিবার , ২ ফেব্রুয়ারি ২০১৯ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বরিশালে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিবেদক
Alltime BD News24 .com
ফেব্রুয়ারি ২, ২০১৯ ১২:৫৯ পূর্বাহ্ণ

বরিশালে ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে দৈনিক যুগান্তরের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ (০১ ফেব্রুয়ারি) শুক্রবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়।

এর পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বরিশালের আঞ্চলিক পরিচালক প্রফেসর মো: মোয়াজ্জেম হোসেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আফজালুল করিম, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর হোসেন, সাবেক সাংসদ শেখ টিপু সুলতান, শিক্ষক নেতা মহসিন উল ইসলাম হাবুল, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান খান স্বপন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি বিধান সরকার, কাজী মিরাজ মাহামুদ, বরিশাল মহানগর শ্রমিক লীগের সাধারণ পরিমল চন্দ্র দাস, মুকুল দাস প্রমূখ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা যুগান্তর। এর খ্যাতি রয়েছে বিশ্বেও। যুগান্তর লেখনির মাধ্যমে আরো সামনের দিকে এগিয়ে যাবে বলে আমাদের আশা। আলোচনা শেষে কেক কাটা হয়। পরে উপস্থিত অতিথিরা র‌্যালীতে অংশগ্রহণ করেন। র‌্যালীটি নগরীর সদর রোড এলাকা প্রদক্ষিণ করে।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি