বরিশাল জেলা আইনজীবী সমিতির ১৪০ বছরের রেকর্ড ভেঙে তৃতীয় বারের মতো সভাপতি হতে যাচ্ছেন বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা সৈয়দ ওবায়দুল্লাহ সাজু। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী হিসেবে পর পর দুইবার নির্বাচনে বিজয়ী হন সাজু। এবারের নির্বাচনেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দলটি। ফলে এবারের নির্বাচনে অংশগ্রহণ করা যেমন রেকর্ড হবে। তেমনি অংশগ্রহণ করে বিজয়ী হওয়াটাও হবে একটি রেকর্ড।
জানা গেছে, ১৮৮০ সালে স্থাপিত হয় বরিশাল আইনজীবী সমিতি। এরপর থেকে গঠনতন্ত্রের ১৬ ধারা অনুযায়ী পরপর দুই বারের বেশি কোন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। অথাৎ তৃতীয় বার নির্বাচনে অংশ নিতে পারবেন না।
আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, গত ৯ জানুয়ারী দুপুর ১টায় সাধারণ সভার মাধ্যমে প্রায় তিন’শ আইনজীবীর সম্মতিতে গঠনতন্ত্রে ১৬নং ধারা সংশোধন করা হয়। সংশোধিত ধারা অনুযায়ী একজন প্রার্থী পরপর দুই এর অধিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।