সরকারি দফতরে তিন নতুন মহাপরিচালক (ডিজি) ও এক চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন একই প্রতিষ্ঠানের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. হাইয়ুল কাইয়ুম। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব আবুল বাশার মো. আরশাদ হোসেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। আরশাদ হোসেন এতদিন ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব বদরুন নেছাকে মহিলাবিষয়ক অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে।
অপরদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথকে জাতীয় সংসদ সচিবালয়ের মহাপরিচালক (ব্রডকাস্টিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি) করা হয়েছে।