মালয়েশিয়ার নতুন রাজা নির্বাচিত হয়েছেন পাহাংয়ের সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ। গত বৃহস্পতিবার রাজপরিবারের সদস্যরা ভোটাভুটি করে তাঁকে রাজা নির্বাচন করেন। সুলতান আবদুল্লাহ ৩১ জানুয়ারি সিংহাসনে আরোহণ বা দায়িত্ব গ্রহণ করবেন।
চলতি মাসের শুরুর দিকে মালয়েশিয়ার রাজা সুলতান মোহাম্মদ পঞ্চম মেয়াদ পূরণের আগেই পদত্যাগ করেন। প্রসঙ্গত, গত ডিসেম্বরে সাবেক রুশ সুন্দরীর সঙ্গে সুলতান মোহাম্মদ পঞ্চমের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরপরই আসে তাঁর পদত্যাগের খবর।
(Visited ১ times, ১ visits today)