বরিশাল শহরের রুপাতলীতে হাউজিংয়ে জমি দখল করে অবৈধভাবে গড়ে ওঠা বাজার ভেঙে দিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে এই উচ্ছেদ অভিযান চালিয়ে শতাধিক দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
বিসিসির সিনিয়র সড়ক পরিদর্শক রেজাউল কবির সাংবাদিকদের বলেন- সিটি কর্পোরেশন এলাকায় কোনো ব্যক্তির অধীনে বাজার বা মার্কেট চলবে না। সিটি করপোরেশনের অনুমতি নিয়ে বাজার পরিচালনা করতে পারবে। কিন্তু রূপাতলী হাউজিং এলাকার প্রবেশ পথে অবৈধভাবে বাজার নির্মাণ করা হয়। যা দীর্ঘ দিন ধরেই চলে আসছিল।
বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশে সকাল থেকে বিকেল পর্যন্ত অবৈধ বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় বলেও জানান পরিদর্শক রেজাউল।’
(Visited ১ times, ১ visits today)