বিক্রয় ও বিতরন বিভাগ-২ ওজোপাডিকো বরিশালের আওতাধীন কাশিপুর উপকেন্দ্রের জরুরী বাৎসরিক রক্ষাণাবেক্ষণ কাজের জন্য আগামী শনিবার (২৬ জানুয়ারী) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৭টি ফিডার এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। ফিডারগুলো হলো কাশিপুর ফিডার, নতুন বাজার ফিডার, বিএম কলেজ, হাতেম আলী, বিসিক, কাউনিয়া ও ডিজিএফআই ফিডার।
এ সকল ফিডারের আওতাধীন বিএম কলেজ রোড, কলেজ রো, বৈদ্যপাড়া, বগুড়া রোড, কালী বাড়ি রোড, লাকুটিয়া সড়ক, বাঘিয়া, পশ্চিম কাউনিয়া, কাউনিয়া মেইন রোড, মল্লিক রোড, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, দিয়াপাড়া, ব্যানার্জির হাট, ফিসারী রোড, জিয়া সড়ক, হাতেম আলী কলেজ, নবগ্রাম রোড, বিসিক ও পুরান পাড়া এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।
আজ বিকেলে বিক্রয় ও বিতরন বিভাগ-২ ওজোপাডিকো প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে জরুরী প্রয়োজনে কাশিপুর উপকেন্দ্রঃ ০৪৩১-৬৩৫৭৯ এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।