রিপোর্টঃ নুরে আলামিন বাপ্পী
বরিশাল বুলস এই আসরের প্রথম জয় পেলো আজ।।আজ তারা প্রতিশোধ নিলো গতবারের ফাইনালে হারের।।প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিগ্ধান্ত নেয় মাশরাফি।।কিন্তু তারা সুবিধা করতে পারেনি।।বুলসের বোলাররা তাদের আটকে রাখে ১২৯-৮ রানে।।সেমুয়েলস করেন ৪৮ রান।।তানভির করেন ৩০ রান।।বরিশালের পক্ষে রনি ২ টি উইকেট নেন।।পেরেরা,,আলামিন,,তাইজুল ও ইমরিত ১ টি করে উইকেট নেন।।আর দুটি হয় রান আউট।। জবাবে ব্যাটিংয়ে নেমে বরিশাল সাবধানে শুরু করে।।মিলান ২৩ বলে ২৬ করে আলআউট হয়।।এরপর মুশফিক ও পেরেরার ব্যাটে ভর করে ম্যাচ জয় পায় বরিশাল।।মুশফিক ২৩ বলে ৩৩ করে আউট হলেও পেরেরা ২০ বলে ৩৪ রানে অপারাজিত থাকেন।।বিপিএলে ২ ম্যাচ খেলে ১ জয় বুলসের।।আর কুমিল্লা ২ ম্যাচে ২ টি হেরেছে।।
(Visited ৪ times, ১ visits today)