“লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দুরে রাখতে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। আজকের শিক্ষর্থীরাই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে এখন থেকেই শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে”।
বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নের আলতাফ মেমরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৬১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এসব কথা বলেন।
উদ্বোধক হিসাবে সকালে উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান বলেন, ছাত্র ছাত্রীদের পড়াশুনায় মনোযোগী হতে হবে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে দেশের গুরত্বপূর্ন দায়িত্ব পালন করবে। উদ্বোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসি, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব গোলাম শাহরিয়া বাদল,বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস, উপজেলা আ’লীগ সহ সভাপতি মন্নান হাওলাদার, জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম, ইউনিয়ন আলীগ সভাপতি আলহাজ মোঃ ইউসুফ খান, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম পিন্টু প্রমূখ।