ফরিদপুরে অভিযান চালিয়ে ৮০০ বোতাল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। এসময় ফেন্সিডিল বহন করা একটি প্রাইভেট কারও জব্দ করে তারা।
সোমবার (২১ জানুয়ারী) রাতে জেলার মধুখালী থানাধীন মধুখালী রেলগেট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী মো. হুমায়ুন কবির (১৯) সাতক্ষীরার কলারোয়া থানাধীন সোনাবাড়িয়া গ্রামের মো. নূর ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মধুখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২২ জানুয়ারী) দুপুর ১টায় র্যাব-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে প্রেরিত এক ই-মেইল বার্তায় জানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর সিপিসি-২ এর ফরিদপুর ক্যাম্পের একটি টিম এই অভিযান পরিচালনা করে।
(Visited ১ times, ১ visits today)