মোঃ শাহাজাদা হিরাঃ আজ ২১ জানুয়ারি বিকাল ৩ টা ৩০ মিনিটে জেলা প্রশাসন বরিশাল এর সভা কক্ষে কবি জীবনানন্দ দাস ও কবি আবু জাফর ওবায়দুল্লাহ এঁর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এস, এম, অজিয়র রহমাব, জেলা প্রশাসক বরিশাল।
আরো উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ ইকবাল আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল, এস,এম ইকবাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর প্রতিক মহিউদ্দিন মানিক, এনায়েত চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, কবি আসমা চৌধুরী, অধ্যাপিকা শাহ্ সাজেদা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল, জেলা কালচারাল অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
কবীদের বর্তমান প্রজন্মর সাথে পরিচিত করিয়ে দিতে এবং শিক্ষার্থীদের কবীদের জীবনীর প্রতি অনুপ্রাণিত করার লক্ষ্যে বরিশালে শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে। গুনী কবিদের জন্মবার্ষিকী উদযাপন করা হবে। কবি জীবনানন্দ দাস এর জন্মবার্ষিকী ১৮ ফেব্রুয়ারি এবং কবি আবু জাফর ওবায়দুল্লাহ এর জন্মবার্ষিকী ৮ ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় পালন করা হবে।