সোমবার , ২১ জানুয়ারি ২০১৯ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বুধবার বরিশালে ‍আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ২১, ২০১৯ ১০:১৯ অপরাহ্ণ

বরিশাল (সদর) ৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম মন্ত্রীর দায়িত্ব গ্রহনের পর প্রথমবারের মতো বরিশালে আসছেন আগামী বুধবার।

প্রতিমন্ত্রীর দুদিনের সফরে কোন রাজনৈতিক কর্মসূচী রাখা হয়নি। এমনকি আনুষ্ঠানিকভাবে তাকে সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়নি। ব্যক্তিগত সহকারী মোস্তাফিজ রানা ২৩ ও ২৪ জানুয়ারী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীমের বরিশাল সফরের তথ্য নিশ্চিত করেছেন।

মোস্তাফিজ রানা জানান, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ২৩ জানুয়ারী বিকাল আড়াইটায় আকাশপথে বরিশাল বিমান বন্দরে পৌছবেন। স্থানীয় দূর্ভোগের বিষয়টি বিবেচনা করে মন্ত্রী কোন গণসংর্ধনা নেবেন না। তিনি কয়েকটি নদীভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে ২৪ জানুয়ারি বরিশাল ত্যাগ করবেন।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আবু সাইদ বলেন, প্রতিমন্ত্রী ২৪ জানুয়ারী সদর উপজেলার চরবাড়িয়া ও চরকাউয়া ইউনিয়নের কীর্তণখোলার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনের কর্মসূচী রেখেছে স্থানীয় পাউবো। এদিকে সদর আসনের সাংসদ ও প্রতিমন্ত্রীর প্রথম নির্বাচনী এলাকা সফরের বিষয়ে জানতে চাইলে মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের সফর কর্মসূচী সম্পর্কে তিনি কিছু জানেন না।

প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন বলেন, আনুষ্ঠানিকভাবে মন্ত্রী কোন সংবর্ধনা নেবেন না। সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও দলীয় নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত হয়ে মন্ত্রীকে সংবর্ধিত করবেন।

উল্লেখ্য, এরশাদর শাসনমালের পর এই প্রথম বরিশাল সদর আসনের নির্বাচিত সংসদ সদস্য মন্ত্রী পদে আসীন হলেন। ৩০ ডিসেম্বরের নির্বাচনী কর্ণেল জাহিদ ফারুক জয়ী হওয়ার পর শপথ গ্রহনের আগে ঢাকায় যান।

(Visited ৩ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি