অনলাইন ডেস্ক: পটুয়াখালীর গলাচিপায় জাল দলিল তৈরির সরঞ্জামসহ নজরুল ইসলাম হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
উপজেলার চরকাজল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জেলা জজ, জেলা প্রশাসকের সিল প্যাড, একাধিক জাল দলিল ম্যাপ উদ্ধার করা হয়।
পটুয়াখালী ডিবি পুলিশের ওসি খন্দকার জাকির হোসেন জানান, আটক নজরুল ৩০ বছর ধরে পটুয়াখালীর গলাচিপার চরাঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। ওই অঞ্চলের কম শিক্ষিত মানুষকে ভুল বুঝিয়ে টাকার বিনিময়ে ভুয়া এবং জাল দলিল তৈরি করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে- এমন সংবাদ পেয়ে পটুয়াখালীর ডিবি তাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে একাধিক জাল, জেলা জজ আদালতের সিল মোহর এবং দলিল তৈরি সরমঞ্জামসহ নানা উপকরণ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে প্রতারণার আইনে মামলা করা হয়ছে বলে জানান ওসি।