আজ ১৯ জানুয়ারি বিকাল ৪ টায় সমাজসেবা অধিদফতর বরিশাল এর অয়োজনে সরকারি শিশু পরিবার (বালক) মাঠে বরিশাল জেলা পর্যায়ের সমাজসেবা কার্যালয়াধীন বিভিন্ন প্রতিষ্ঠানসমুহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০১৯ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি এস, এম, অজিয়র রহমান, জেলা প্রশাসক বরিশাল।
বিশেষ অতিথি শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ হোসেন চৌধুরী নানা, সিনিয়র রাজনৈতিক ব্যক্তিত্ব বরিশাল, আরো উপস্থিত ছিলেন মোঃ আল মামুন তালুকদার, উপ-পরিচালক সমাজসেবা অধিদফতর বরিশাল, সাজ্জাদ পারভেজ, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, কামরুননাহার রোজি, প্রাক্তন কাউন্সিলর বিসিসি বরিশালসহ বিভিন্ন অতিথি বৃন্দ ও অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সহ বিভিন্ন অতিথিরা বক্তব্য প্রদান শেষে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।