আজ ১৮ জানুয়ারি সকাল বিকাল ৩ টায় ইয়ুথ চেঞ্জ মেকার, বরিশাল এর আয়োজনে, জেলা প্রশাসন বরিশাল এর সহায়তায় নগরীর চৈতন্য স্কুলে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রাধান অতিথি ছিলেন এস,এম,অজিয়র রহমান, জেলা প্রশাসক বরিশাল।
অনুষ্ঠানে ইসরাত জাহান আঁখির সভাপতিত্ব আহবায়ক ইয়ুথ চেঞ্জ মেকার, বরিশালসহ সংগঠনের সদস্য ও বিভিন্ন অতিথি বৃন্দ। জেলা প্রশাসক বরিশাল বলেন, দরিদ্রদের মাঝে কম্বল বিতরণের জন্য যুব সমাজের এগিয়ে আসাটা প্রশংসার দাবি রাখে।
মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আসা শীতকালীন কম্বল তোমাদের মাধ্যমে দরিদ্র অসহা মানুষের মাঝে বিতরণ হচ্ছে এটা দেখে ভালো লাগছে। পরে জেলা প্রশাসনের সহায়তায় প্রায় ১০০ জন দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
(Visited ১ times, ১ visits today)