রির্পোট -সাজ্জাদ খোশনবীশ.
নাগরিক সাংবাদিক ও সিনিয়ার স্টাফ রির্পোটার.
টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপ।
‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে টাঙ্গাইল শহীদ মিনারে টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। মঙ্গলবার প্রথম প্রহরে টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপ এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রশাসন-জনগন সমন্বয়ে গঠিত অনলাইন ভিত্তিক টাঙ্গাইলের নাগরিক সাংবাদিক দল যাদের প্রত্যেকেই “সিটিজেন জার্নালিস্ট” নামে পরিচিত। এ সময় টাঙ্গাইলের বিপুল সংখ্যক সিটিজেন জার্নালিস্ট উপস্থিত ছিলেন। এদিকে, দিবাগত রাত ১২.০১ মিনিটে টাঙ্গাইল নিড়ালা মোড়ে অবস্থিত উক্ত শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক, টাঙ্গাইল পুলিশ সুপার, টাঙ্গাইল জেলা ও দায়রা জজ, মুক্তিযোদ্ধা সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট কমান্ড ও বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন সহ টাঙ্গাইলের সর্বস্তরের জনগণ।