একুশে ফেব্রুয়ারী
-সোমা তাহেরা চৌধুরী
ফেব্রুয়ারীর একুশ মোদের
মুখের ভাষার ছবি,
এঁকেছে দু’চোখে মায়ের ভাষায়
স্বপ্ন দেখার দাবী।
অধিকার তার জোড়ালো হলো
শহীদ রক্তস্রোতে,
মাটিতে লুটায় রফিক শফিক
সালাম আর বরকতে।
ভাষার তরে আত্মত্যাগে
সাহসী বাঙালী জাতি
“বিশ্ব মাতৃভাষা দিবসের”
আনিয়াছে স্বীকৃতি।
(Visited ২০ times, ১ visits today)