বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজে গত ৭ জানুয়ারি অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন মেজর শাহিদুর রহমান মজুমদার।
তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ২০০৪ সালে কমিশন লাভ করেন। মেজর শাহিদুর রহমান অর্থনীতি বিষয়ে সম্মান ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও এমবিএ এবং এমএড ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে পার্বত্য চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ মিলিটারী একাডেমীতে একজন দক্ষ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কঙ্গোতে জাতিসংঘ মিশনে সদস্য হয়ে কাজ করেছেন।
বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজে যোগদানের পূর্বে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ সেন্টারের জিএসও-২ (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যোগদানের পরই তাকে সকলে বরণ করে নেন। তিনি প্রতিষ্ঠানের শিক্ষার উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।
(Visited ৩ times, ১ visits today)