শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফার্মেসী ভাংচুরের ঘটনায় আইনগত পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ঔষধ ব্যবসায়ীরা। অভিযুক্তদের গ্রেপ্তার না করা কিংবা অণ্য কোন আইনগত পদক্ষেপ গ্রহন না করায় অনির্দিষ্ট কালের জন্য ফার্মেসী বন্ধ রেখে আন্দোলোনে যাওয়ার পরিকল্পনা করেছেন তারা।
কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট এসোসিয়নের নির্বাহী কমিটির সদস্য খলিলুর রহমান এবং মোঃ শামীম জানান ঘটনার পর পুলিশ একবার ঘটনাস্থলে গেলেও জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি। এছাড়া তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোন ব্যবস্থাও গ্রহন করা হয়নি। পাশাপাশি বিষয়টি সমাধানেরও কোন উদ্যোগ নেওয়া হয়নি।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দেয়া হলেও পুলিশ প্রশাসন কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দ কেউ কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এর ফলে সকল ওষুধ ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান ব্যসায়ীদের কোন ধরনের নিরাপত্তা দিতে পুলিশ প্রশাসন ব্যর্থ হয়েছে।
ভাংচুর এবং লুটপাট করে ব্যবসায়ীদের নির্যাতন করার পরেও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার না করা রহস্যজনক। দুই-একদিনের মধ্যে বিষয়টি সুরাহা না করা হলে আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার কথা বলেন ব্যাবসায়ীরা।
উল্লেখ্য গত শনিবার মেডিকেলের সামনে সকাল ১০ টার দিকে একটি ফার্মেসিতে হামলা ও ভাংচুর করেন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মুজিবুর রহমান।