পৌষ তোদের ডাক দিয়েছে আয়রে চলে আয়… এই স্লোগান নিয়ে বরিশাল শহরের কালীবাড়ি রোডে জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে উদ্বোধন করা হয়েছে তিনদিনের পৌষমেলা ও পিঠে-পুলি পণ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার বিকেল ৫টায় পৌষমেলা উদ্বোধন করেন বরিশালের সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
সিটি মেয়র বলেন, দিন দিন হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার পুরানো ঐতিহ্য রক্ষাসহ শিশু বান্ধব বরিশাল নগরী গড়ে তোলার জন্য আমি সর্বাত্মক কাজ করে যাবো।
পৌষমেলা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি) মোঃ মোশারফ হোসেন।
আলোচনায় অংশগ্রহণ করেন বরিশালের বিশিষ্ট নাট্যজন সৈয়দ দুলাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, সরকারি বিএম কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ হালদার, বরিশালের বিশিষ্ট ব্যবসায়ী বিজয় কৃষ্ণ দে ও মেয়রের স্ত্রী লিপি আবদুল্লাহ্।
এর আগে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ ও বিশেষ অতিথি পুলিশ কমিশনার মোঃ মোশারফ হোসেন মোমের প্রজ্জলন জ্বালিয়ে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে পৌষমেলা উদ্বোধন করেন। এরপরই নৃত্যুশিল্পী মুরাদের দল মেলায় আসা দর্শকদের জন্য নৃত্য পরিবেশন করে মুগ্ধ করে।
এছাড়া পৌষমেলায় দর্শণার্থীদের জন্য আয়োজন করা হয় কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, সঙ্গীত ও নাটক।
(Visited ৩ times, ১ visits today)