অনলাইন ডেস্ক// পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্য বিভাগ ও কুয়াকাটা নৌ-পুলিশের যৌথ অভিযান চালিয়ে ১৩ লক্ষাধিক টাকার কারেন্ট ও বেহুন্দি জাল আটক করেছে।
বৃহস্পতিবার দিনভর আগুনমুখা ও রামনাবাদ চ্যানেলের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ৬টি বেহুন্দি জালসহ বিভিন্ন ধরনের জাল জব্দ করা হয়।
১৩ লক্ষাধিক টাকা মূল্যের আটককৃত জাল ওই দিন দুপুরে কলাপাড়া হেলিপ্যাড মাঠে পুড়িয়ে ফেলা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপ দাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই শাখাওয়াত হোসেন ও এএসআই কামরুজ্জামান প্রমূখ।
(Visited ১ times, ১ visits today)