প্রতারণার অভিযোগে এ্যাডভোকেট এইচ. এম. আলম রশিদ (লিখন) এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ১০ জানুয়ারী বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বাকেরগঞ্জের কলসকাঠি এলাকার বারেন্দ্র নাথ দত্তের ছেলে উজ্জল কুমার দত্ত বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আদালতের বিচারক মামলাটি আমনে লিখনের বিরুদ্ধে সমন ইস্যু জারি করেন। এ্যাডভোকেট এইচ. এম. আলম রশিদ (লিখন) বরিশাল বারের একজন সদস্য এবং নগরীর বগুরা রোডের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে আদালতের বেঞ্চ-সহকারী সাখাওয়াত হোসেন জানান, ২০১৮ সালের ২ আগস্ট বাদী কাছ থেকে ফেরত দেয়ার কথা বলে ২ লাখ টাকা ধার নেয় এ্যাডভোকেট এইচ. এম. আলম রশিদ (লিখন)।
পরে ৭ নভেম্বর টাকা চাইলে ২ লাখ টাকার একটি চেক প্রদান করেন। ৮ নভেম্বর চেকটি ডিজঅনার হয়। ২৬ নভেম্বর আসামীর বরাবরে আইনী নোটিশ পাঠান বাদী। গত ৬ জানুয়ারী টাকা চাইলে আসামী টাকার কথা অস্বীকার করে। এ ঘটনায় বিচার চেয়ে বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন।