অনলাইন ডেস্ক:বরিশালের গৌরনদীতে অবৈধভাবে পে-চ্যানেল চালানোর দায়ে আবুল হাসান নামে এক ক্যাবল অপারেটরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিনের নেতৃত্বে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন সুপার মার্কেটে অভিযান চালিয়ে এই অর্থদন্ড করেন ভ্রাম্যমাণ আদালত।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন জানান, উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাসিন্দা আবুল হাসান ওই ইউনিয়নের অনুমতি নিয়ে পৌর এলাকায় স্যাটেলাইট ক্যাবল ব্যবসা চালিয়ে আসছিলেন। নির্ধারিত স্থানের পরিবর্তে পৌর এলাকায় অবৈধভাবে পে-চ্যানেল চালানোর অভিযোগে বুধবার দুপুরে সুপার মার্কেটের ক্যাবল নেটওয়ার্ক কন্ট্রোল রুম সিলগালা করে মালিক আবুল হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
(Visited ২ times, ১ visits today)