অনলাইন ডেস্ক// বরিশাল নগরীর বটতলা এলাকার আমির কুটিরে গলায় ফাঁস দিয়ে সুরাইয়া আক্তার ইতি (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (০৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই এলাকার ‘ফাতেমা মঞ্জিল’র চতুর্থ তলায় এই ঘটনা ঘটে।
ওই এলাকার মতিউর রহমানের কন্যা স্কুলছাত্রী সুরাইয়া আক্তার ইতি বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
নিহতের স্বজনেরা জানিয়েছে- ইতি নিজ ঘরে ফ্যানের সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লেখাপড়ায় অমনোযোগের কারণে বাবা-মা বকা দেওয়ায় অভিমানে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছে পুলিশ।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানিয়েছেন- লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’