রির্পোটঃজাকারিয়া আলম দিপু।।
বরিশালে জেলা প্রশাসন ও বরিশাল ফাউন্ডেশনের আয়োজেন তিনদিনব্যাপী জীবনানন্দ মেলার উদ্ভোধন করা হয়েছে।আজ শুক্রবার বিকেল ৩:৩০ বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জীবনানন্দ মেলার উদ্ভোধন করা হয়।অনুষ্ঠানেই বরিশালের কৃতী সন্তান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ও বরিশালের গৌরব মেহেদী হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বীকে “বরিশাল জেলা প্রশাসন পদক ২০১৭”প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সংবর্ধিত জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বির হাতে জেলা প্রশাসক পদক তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এ সময় ক্রিকেটার মিরাজ ও রাব্বীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আপনারা বরিশালকে আলোকিত করেছেন, গৌরবান্বিত করেছেন। আমরা বরিশালবাসী আপনাদের জন্য গর্বিত। দেশ ও জাতিকে আলোকিত করতে উৎসাহ জোগাতেই এ ধরনের আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমের ও গঠনমূলক নেতৃত্বের মাধ্যমে টাঙ্গাইল জেলার লৌহজং নদী উদ্ধারে অবদান রাখায় টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বরিশালের সন্তান মোঃ মাহবুব হোসেন এবং একদিনে দুই লক্ষাদিক গাছ লাগিয়ে ও বিভিন্ন কল্যানমূলক কাজ করে বরিশাল জেলাকে আলোকিত করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপনকে জেলা প্রশাসন পদক ২০১৭ তে ভূষিত করার ঘোষনা দেয়া হয়।।পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতি বিকাশে অসামান্য অবদান রাখায় স্বরূপ নিখিল কুমার সেনগুপ্তকে এবং বাংলা কাব্য সাহিত্যের সমৃদ্ধিতে অনবদ্য অবদান রাখায় আসমা চৌধুরীকে ২০১৭ সালের জীবনানন্দ পদকে ভূষিত করা হয়েছে। যাদের সন্মাননা প্রদান করা হবে তিনদিনব্যাপি মেলার সমাপনীর দিন ১৯ ফেব্রয়ারী সন্ধ্যায় ।
বরিশালে জেলার সুযোগ্য জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামানের সভাপতিত্বে মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সাংসদ এ্যাড. তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এসএম রুহুল আমিন, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু.জিয়াউল হক,মোঃ জাকির হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সহ অন্যান্য অতিথিরা।