মঙ্গলবার , ৮ জানুয়ারি ২০১৯ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

প্রশিক্ষণ এয়ারক্রাফটের চাকা ফেটে সিডিউল বিপর্যয়

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ৮, ২০১৯ ১০:৩১ অপরাহ্ণ

বরিশাল বিমানবন্দরের রানওয়েতে সেনাবাহিনীর প্রশিক্ষণ এয়ারক্রাফটের চাপা ফেটে ঢাকা-বরিশাল বিমান সার্ভিসের ৩টি ফ্লাইটের সিডিউল বিপর্যয় হয়েছে। মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বরিশাল বিমানবন্দরে রানওয়েতে এয়ারক্রাফটির চাকা ফেটে যায়।

প্রায় তিন ঘন্টা মেরামতের কাজ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে এয়ারক্রাফটটি সরিয়ে নেয়া সম্ভব হয়। এই দুর্ঘটনা ও মেরামতের কাজের ফলে মঙ্গলবার তিনটি ফ্লাইটের সিডিউল বিপর্যয় দেখা দেয়। এর মধ্যে ইউএস বাংলার ফ্লাইটটি দুপুর ২টায় বরিশাল বিমানবন্দরে অবতরণের কথা ছিলো। রানওয়ে প্রস্তুত না হওয়ায় এই ফ্লাইট অবতরণ করে বিকাল ৫টার দিকে। একই ভাবে নভোএয়ারের একটি ফ্লাইট বিকেল ৩টার স্থলে ও বিমান বাংলাদেশের একটি ফ্লাইট বিকাল পৌনে ৪টার স্থলে ৫টার পর একে একে অবতরণ করে।

বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক রথীন্দ্র নাথ চৌধুরী জানান, ‘রানওয়েতে লাইটিং সুবিধা না থাকলেও সন্ধ্যার পূর্বক্ষণে কিছুটা আলো থাকায় কোনো অসুবিধায় পড়তে হয়নি। কিছুটা দেরিতে হলেও তিনটি ফ্লাইটের যাত্রীরা যাতয়াত করতে পেরেছে।’

নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পরে আসা যাত্রীরা অভিযোগের সুরে জানান, ‘প্রায় দিনই ফ্লাইটে প্রায় এক ঘন্টা দেরি হয়ে থাকে। বিশেষ করে বিমান বাংলাদেশের সকালের ফ্লাইট বিভিন্ন অজুহাত দেখিয়ে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পর্যন্ত দেরি করে থাকে। ‘

মঙ্গলবার ৩/৪ ঘণ্টার দেরিতে অনেকেই গুরুত্বপূর্ণ কাজ সময়মত সারতে পারেননি বলে জানান।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি