মোঃ শাহাজাদা হিরা ॥
সিনিয়ার স্টাফ রির্পোটার.।।
প্রকৃতির কবি প্রেমের কবি নিসর্গের কবি জীবনানন্দ দাশের ১১৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন এর আয়োজনে তিন দিন ব্যাপী জীবনানন্দ মেলা ২০১৭ আয়োজন করেছে। বঙ্গবন্ধু উদ্যানে গতকাল ১৭ ই ফেব্র“য়ারী বিকাল ৩ টায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন এ্যাড. তালুকদার মোঃ ইউনুস এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম রুহুল আমিন, কমিশনার মেট্টোপলিটন পুলিশ, প্রফেসর মু জিয়াউল হক চেয়ারম্যন, বরিশাল শিক্ষাবোর্ড, মোঃ জাকির হোসেন, অতিরিক্ত, জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার কামরুল ইসলাম রাব্বী ও মেহেদী হাসান মিরাজ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ড. গাজী মোঃ সাইফুজ্জামান, জেলা প্রশাসক বরিশাল। জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিস্টাব্দের ১৭ ফেব্র“ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পূর্বপুরুষেরা ছিলেন ঢাকা জেলার বিক্রমপুর পরগণা নিবাসী। ছোট বেলা থেকেই বরিশালে বেরে ওঠা তার। তাঁর ডাক নাম ছিল মিলু। ১৯০৮ খ্রিস্টাব্দের জানুয়ারিতে আট বছরের মিলুকে ব্রজমোহন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ভর্তি করানো হয়। বিদ্যালয়ে থাকাকালীন সময়েই তাঁর বাংলা এবং ইংরেজি ভাষায় রচনার সূচনা হয়। এছাড়াও সে সময়ে ছবি আঁকার দিকেও ঝোঁক ছিল। ১৯১৫ খ্রিস্টাব্দে ব্রজমোহন বিদ্যালয়ে থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকিউলেশন (বর্তমানে মাধ্যমিক বা এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হন।। দু’বছর পর ব্রজমোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট (উচ্চ মাধ্যমিক) পরীক্ষায় পূর্বের ফলাফলের পুনরাবৃত্তি ঘটান; অতঃপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করেন। ১৯১৯ খ্রিস্টাব্দে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজীতে অনার্স সহ বিএ ডিগ্রী লাভ করেন। অতঃপর ১৯২১ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে থেকে ইংরেজিতে দ্বিতীয় শ্রেণীতে এম. এ. ডিগ্রি লাভ করেন। এরপর তিনি আইন পড়া শুরু করেন, কিন্তু অচিরেই তা পরিত্যাগ করেন। কলকাতা জীবন: প্রথম পর্ব জীবনানন্দ কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। ১৯১৯ খ্রিস্টাব্দে তিনি এ কলেজ থেকে ইংরেজিতে অনার্সসহ বি.এ. পাশ করেন। ওই বছরেই ব্রাহ্মবাদী পত্রিকার বৈশাখ সংখ্যায় তার প্রথম কবিতা ছাপা হয়। কবিতাটির নাম ছিল বর্ষ আবাহন। জীবনানন্দ দাশের স্মরনে এই প্রথম বারের মতো তার জন্মদিনে বৃহত্তর পরিষরে জেলা প্রশাসন এর আয়োজনে এই মেলার আয়োজন। মেলায় বিভিন্ন শ্রেণী প্রেশার মানুষের অংশগ্রহণ ছিলো। মেলায় নতুন প্রজন্মকে কবির সাথে পরিচয় করিয়ে দেবার জন্য নানা আয়োজন করা হয়। মেলাকে গিরে প্রথম বারের মতো বরিশালের কৃতী সন্তান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার কামরুল ইসলাম রাব্বী ও মেহেদী হাসান মিরাজ কে বরিশাল জেলা প্রশাসন পদক ২০১৭ প্রদান করা হয়। কবির জন্মদিন উপলক্ষে নানা আয়োজনের মধ্যদিয়ে মেলার উদ্বোধন শেষে এক আলোচনা সভায় বক্তারা কবির জীবনের নানা উল্লেখযোগ্য দিকগুলি তুলে ধরে কবির স্মৃতি চারন করে। পরে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে মেলার প্রথম দিনের অনুষ্ঠান শেষ হয়। মেলায় বই সহ বিভিন্ন বিষয়ের উপরে ৩৫ টি স্টল রয়েছে ১৭ ই ফেব্রয়ারী থেকে এ মেলা চলবে ১৯ শে ফেব্রয়ারী পর্যন্ত।