অনলাইন ডেস্ক// পটুয়াখালীর দশমিনায় সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন নামে এক ট্রলি চালক নিহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার আলীপুরা ইউনিয়নের চাঁদপুরা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন কলাগাছিয়া ইউনিয়নের মো. শাহজাহানের ছেলে।
জানা গেছে, রবিবার বেলা সাড়ে ১০টায় দশমিনার চাঁদপুরা সড়ক দিয়ে যাওয়ার সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় চালক মো. জাকির হোসেন (২৫) ট্রলির নিচে চাপা পড়ে গুরতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দশমিনা থানার ওসি রতন কৃষ্ণ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
(Visited ৩ times, ১ visits today)