শনিবার , ৫ জানুয়ারি ২০১৯ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

এক নজরে বিপিএলের সব রেকর্ড ও পরিসংখ্যান

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ৫, ২০১৯ ১১:৩০ অপরাহ্ণ

আজ শুরু হয়ে গেল বিপিএলের আরও একটি আসর। চলুন দেখে নিই বিপিএলের মূল দলীয় ও ব্যক্তিগত রেকর্ডগুলো

রোল অব অনার
আসর চ্যাম্পিয়ন রানার্স আপ
২০১১-১২ ঢাকা গ্ল্যাডিয়েটরস বরিশাল বার্নার্স
২০১২-১৩ ঢাকা গ্ল্যাডিয়েটরস চিটাগং কিংস
২০১৫-১৬ কুমিল্লা ভিক্টোরিয়ানস বরিশাল বুলস
২০১৬-১৭ ঢাকা ডায়নামাইটস রাজশাহী কিংস
২০১৭-১৮ রংপুর রাইডার্স ঢাকা ডায়নামাইটস
সবচেয়ে বেশি রান
ব্যাটসম্যান ম্যাচ রান সর্বোচ্চ গড় স্ট্রাইকরেট ১০০/৫০
মাহমুদউল্লাহ ৬৩ ১৪০০ ৬২ ২৭.৪৫ ১১৫.৬০ ০/৭
তামিম ইকবাল ৪৪ ১৩৫৮ ৭৫ ৩৪.৮২ ১২০.৭১ ০/১৪
মুশফিকুর রহিম ৫৮ ১৩৫৭ ৮৬ ৩২.৩০ ১২৮.২৬ ০/৮
সাকিব আল হাসান ৬১ ১১৮২ ৮৬* ২৬.২৬ ১৩৪.১৬ ০/৩
ইমরুল কায়েস ৫৪ ১১৪৯ ৬৭ ২২.৯৮ ১১১.৯৮ ০/৪

 

২১৭/৪
দলীয় সর্বোচ্চ, ২০১৩ সালে মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা গ্ল্যাডিয়েটরস। ২০০ ছাড়ানো ইনিংস আছে ১৪টি
৪৪
দলীয় সর্বনিম্ন, ২০১৬ সালে মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে খুলনা টাইটানস। ১০০ রানের কম ইনিংস আছে ২৩টি
৪৪
সবচেয়ে বেশি ডিসমিসাল মুশফিকুর রহিমের
৪০
সবচেয়ে বেশি ক্যাচ মাহমুদউল্লাহর
১১৩৫
বিপিএলে ক্রিস গেইলের রান, বিদেশিদের মধ্যে সর্বোচ্চ।
বিপিএলে ক্রিস গেইলের সেঞ্চুরি। অন্য কারও একটির বেশি সেঞ্চুরি নেই। মোট সেঞ্চুরি ১২টি।
১৮
এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা ক্রিস গেইলের, গত মৌসুমে মিরপুর রংপুর রাইডার্সের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। বিপিএলে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে প্রথম ছয়টি নামই গেইলের
 
ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস
১৪৬*
ক্রিস গেইল
(৬৯ বল, ৫ চার, ১৮ ছক্কা)
রংপুর রাইডার্স-ঢাকা ডায়নামাইটস, মিরপুর, ২০১৭-১৮
 
১২৬*
ক্রিস গেইল
(৫১ বল, ৬ চার, ১৪ ছক্কা)
রংপুর রাইডার্স-খুলনা টাইটানস, মিরপুর, ২০১৭-১৮
 
১২২
সাব্বির রহমান
(৬১ বল, ৯ চার, ৯ ছক্কা)
রাজশাহী কিংস-বরিশাল বুলস, মিরপুর, ২০১৬-১৭
৩৩৫.৭১
 
সর্বোচ্চ স্ট্রাইকরেটের ইনিংস ড্যারেন স্যামির। গত মৌসুমে চট্টগ্রামে রাজশাহী কিংসের হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ১৪ বলে অপরাজিত ৪৭। স্যামির ইনিংসে ছিল ৬টি ছক্কা
 
ছক্কার রাজা
১০৭ ক্রিস গেইল
৪৭ সাব্বির রহমান
৪৫ এনামুল হক
 
প্রথম পাঁচবারের চারবারই চ্যাম্পিয়ন দলের অধিনায়কের নাম মাশরাফি বিন মুর্তজা। ব্যতিক্রম ২০১৬-১৭ মৌসুম
 
২১৭/৪
দলীয় সর্বোচ্চ, ২০১৩ সালে মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা গ্ল্যাডিয়েটরস। ২০০ ছাড়ানো ইনিংস আছে ১৪টি
৪৪
দলীয় সর্বনিম্ন, ২০১৬ সালে মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে খুলনা টাইটানস। ১০০ রানের কম ইনিংস আছে ২৩টি
৪৪
সবচেয়ে বেশি ডিসমিসাল মুশফিকুর রহিমের
৪০
সবচেয়ে বেশি ক্যাচ মাহমুদউল্লাহর
 
১১৩৫
বিপিএলে ক্রিস গেইলের রান, বিদেশিদের মধ্যে সর্বোচ্চ।
বিপিএলে ক্রিস গেইলের সেঞ্চুরি। অন্য কারও একটির বেশি সেঞ্চুরি নেই। মোট সেঞ্চুরি ১২টি।
১৮
এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা ক্রিস গেইলের, গত মৌসুমে মিরপুর রংপুর রাইডার্সের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। বিপিএলে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে প্রথম ছয়টি নামই গেইলের
 
ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস
১৪৬*
ক্রিস গেইল
(৬৯ বল, ৫ চার, ১৮ ছক্কা)
রংপুর রাইডার্স-ঢাকা ডায়নামাইটস, মিরপুর, ২০১৭-১৮
 
১২৬*
ক্রিস গেইল
(৫১ বল, ৬ চার, ১৪ ছক্কা)
রংপুর রাইডার্স-খুলনা টাইটানস, মিরপুর, ২০১৭-১৮
 
১২২
সাব্বির রহমান
(৬১ বল, ৯ চার, ৯ ছক্কা)
রাজশাহী কিংস-বরিশাল বুলস, মিরপুর, ২০১৬-১৭
 
৩৩৫.৭১
সর্বোচ্চ স্ট্রাইকরেটের ইনিংস ড্যারেন স্যামির। গত মৌসুমে চট্টগ্রামে রাজশাহী কিংসের হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ১৪ বলে অপরাজিত ৪৭। স্যামির ইনিংসে ছিল ৬টি ছক্কা
 
ছক্কার রাজা
১০৭ ক্রিস গেইল
৪৭ সাব্বির রহমান
৪৫ এনামুল হক
প্রথম পাঁচবারের চারবারই চ্যাম্পিয়ন দলের অধিনায়কের নাম মাশরাফি বিন মুর্তজা। ব্যতিক্রম ২০১৬-১৭ মৌসুম
 

 

সবচেয়ে বেশি উইকেট
বোলার ম্যাচ উইকেট সেরা গড় ইকো. ৪/৫
সাকিব আল হাসান ৬১ ৮৩ ৫/১৬ ১৭.৮৭ ৬.৬১ ২/১
কেভন কুপার ৩৮ ৬৩ ৫/১৫ ১৪.০১ ৬.৩২ ২/১
শফিউল ইসলাম ৪৯ ৫৪ ৫/২৬ ২৩.০৯ ৮.১৫ ২/১
মাশরাফি বিন মুর্তজা ৬০ ৫১ ৩/১৬ ২৭.৩৭ ৬.৭৬ ০/০
মোহাম্মদ নবী ৩৮ ৫০ ৪/২৪ ১৬.৯৬ ৬.৮২ ১/০

 

সেরা বোলিং
৫/৬
মোহাম্মদ সামি
দুরন্ত রাজশাহী-ঢাকা গ্ল্যাডিয়েটরস, মিরপুর, ২০১১-১২
 
৫/১৫
কেভন কুপার
বরিশাল বুলস-রংপুর রাইডার্স, মিরপুর, ২০১৫-১৬
 
৫/১৬
সাকিব আল হাসান
ঢাকা ডায়নামাইটস-রংপুর রাইডার্স, মিরপুর, ২০১৭-১৮
 
২.৪-২-০-৩
২০১৬-১৭ মৌসুমে মিরপুরে খুলনা টাইটানসের বিপক্ষে রংপুর রাইডার্সের আরাফাত সানি কোনো রান না দিয়ে নেন ৩ উইকেট। বিপিএলে সবচেয়ে কিপটে বোলিংয়ের রেকর্ড এটাই। সানি ছাড়া টি-টোয়েন্টিতে শূন্য রানে ৩ উইকেট পেয়েছেন শুধু শ্রীলঙ্কার দিনুকা হেট্টিয়ারাচ্চি
 
বিপিএলে হ্যাটট্রিক দুটি, মোহাম্মদ সামি ২০১১-১২ মৌসুমে ও আল আমিন হোসেন ২০১৫-১৬ মৌসুমে।
বিপিএলে খেলা ৬০ ম্যাচের ৫৯টিতেই অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। শুধু ২০১৩ সালে ১৫ ফেব্রুয়ারি ঢাকা গ্ল্যাডিয়েটরস-সিলেট রয়্যালস ম্যাচটি অধিনায়ক হিসেবে খেলেননি মাশরাফি
 
দ্রুততম সেঞ্চুরি আহমেদ শেহজাদের। ২০১২ সালে বরিশাল বার্নার্সের হয়ে দুরন্ত রাজশাহীর বিপক্ষে ৪০ বলে সেঞ্চুরি করেন পাকিস্তানি ব্যাটসম্যান। দ্রুততম ফিফটিও (১৬ বল) তাঁর
(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি