আজ শুরু হয়ে গেল বিপিএলের আরও একটি আসর। চলুন দেখে নিই বিপিএলের মূল দলীয় ও ব্যক্তিগত রেকর্ডগুলো
রোল অব অনার | ||
আসর | চ্যাম্পিয়ন | রানার্স আপ |
২০১১-১২ | ঢাকা গ্ল্যাডিয়েটরস | বরিশাল বার্নার্স |
২০১২-১৩ | ঢাকা গ্ল্যাডিয়েটরস | চিটাগং কিংস |
২০১৫-১৬ | কুমিল্লা ভিক্টোরিয়ানস | বরিশাল বুলস |
২০১৬-১৭ | ঢাকা ডায়নামাইটস | রাজশাহী কিংস |
২০১৭-১৮ | রংপুর রাইডার্স | ঢাকা ডায়নামাইটস |
সবচেয়ে বেশি রান | ||||||
ব্যাটসম্যান | ম্যাচ | রান | সর্বোচ্চ | গড় | স্ট্রাইকরেট | ১০০/৫০ |
মাহমুদউল্লাহ | ৬৩ | ১৪০০ | ৬২ | ২৭.৪৫ | ১১৫.৬০ | ০/৭ |
তামিম ইকবাল | ৪৪ | ১৩৫৮ | ৭৫ | ৩৪.৮২ | ১২০.৭১ | ০/১৪ |
মুশফিকুর রহিম | ৫৮ | ১৩৫৭ | ৮৬ | ৩২.৩০ | ১২৮.২৬ | ০/৮ |
সাকিব আল হাসান | ৬১ | ১১৮২ | ৮৬* | ২৬.২৬ | ১৩৪.১৬ | ০/৩ |
ইমরুল কায়েস | ৫৪ | ১১৪৯ | ৬৭ | ২২.৯৮ | ১১১.৯৮ | ০/৪ |
২১৭/৪ |
দলীয় সর্বোচ্চ, ২০১৩ সালে মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা গ্ল্যাডিয়েটরস। ২০০ ছাড়ানো ইনিংস আছে ১৪টি |
৪৪ |
দলীয় সর্বনিম্ন, ২০১৬ সালে মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে খুলনা টাইটানস। ১০০ রানের কম ইনিংস আছে ২৩টি |
৪৪ |
সবচেয়ে বেশি ডিসমিসাল মুশফিকুর রহিমের |
৪০ |
সবচেয়ে বেশি ক্যাচ মাহমুদউল্লাহর |
১১৩৫ |
বিপিএলে ক্রিস গেইলের রান, বিদেশিদের মধ্যে সর্বোচ্চ। |
৫ |
বিপিএলে ক্রিস গেইলের সেঞ্চুরি। অন্য কারও একটির বেশি সেঞ্চুরি নেই। মোট সেঞ্চুরি ১২টি। |
১৮ |
এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা ক্রিস গেইলের, গত মৌসুমে মিরপুর রংপুর রাইডার্সের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। বিপিএলে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে প্রথম ছয়টি নামই গেইলের |
ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস |
১৪৬* |
ক্রিস গেইল |
(৬৯ বল, ৫ চার, ১৮ ছক্কা) |
রংপুর রাইডার্স-ঢাকা ডায়নামাইটস, মিরপুর, ২০১৭-১৮ |
১২৬* |
ক্রিস গেইল |
(৫১ বল, ৬ চার, ১৪ ছক্কা) |
রংপুর রাইডার্স-খুলনা টাইটানস, মিরপুর, ২০১৭-১৮ |
১২২ |
সাব্বির রহমান |
(৬১ বল, ৯ চার, ৯ ছক্কা) |
রাজশাহী কিংস-বরিশাল বুলস, মিরপুর, ২০১৬-১৭ |
৩৩৫.৭১ |
সর্বোচ্চ স্ট্রাইকরেটের ইনিংস ড্যারেন স্যামির। গত মৌসুমে চট্টগ্রামে রাজশাহী কিংসের হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ১৪ বলে অপরাজিত ৪৭। স্যামির ইনিংসে ছিল ৬টি ছক্কা |
ছক্কার রাজা |
১০৭ ক্রিস গেইল |
৪৭ সাব্বির রহমান |
৪৫ এনামুল হক |
প্রথম পাঁচবারের চারবারই চ্যাম্পিয়ন দলের অধিনায়কের নাম মাশরাফি বিন মুর্তজা। ব্যতিক্রম ২০১৬-১৭ মৌসুম |
২১৭/৪ |
দলীয় সর্বোচ্চ, ২০১৩ সালে মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা গ্ল্যাডিয়েটরস। ২০০ ছাড়ানো ইনিংস আছে ১৪টি |
৪৪ |
দলীয় সর্বনিম্ন, ২০১৬ সালে মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে খুলনা টাইটানস। ১০০ রানের কম ইনিংস আছে ২৩টি |
৪৪ |
সবচেয়ে বেশি ডিসমিসাল মুশফিকুর রহিমের |
৪০ |
সবচেয়ে বেশি ক্যাচ মাহমুদউল্লাহর |
১১৩৫ |
বিপিএলে ক্রিস গেইলের রান, বিদেশিদের মধ্যে সর্বোচ্চ। |
৫ |
বিপিএলে ক্রিস গেইলের সেঞ্চুরি। অন্য কারও একটির বেশি সেঞ্চুরি নেই। মোট সেঞ্চুরি ১২টি। |
১৮ |
এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা ক্রিস গেইলের, গত মৌসুমে মিরপুর রংপুর রাইডার্সের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। বিপিএলে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে প্রথম ছয়টি নামই গেইলের |
ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস |
১৪৬* |
ক্রিস গেইল |
(৬৯ বল, ৫ চার, ১৮ ছক্কা) |
রংপুর রাইডার্স-ঢাকা ডায়নামাইটস, মিরপুর, ২০১৭-১৮ |
১২৬* |
ক্রিস গেইল |
(৫১ বল, ৬ চার, ১৪ ছক্কা) |
রংপুর রাইডার্স-খুলনা টাইটানস, মিরপুর, ২০১৭-১৮ |
১২২ |
সাব্বির রহমান |
(৬১ বল, ৯ চার, ৯ ছক্কা) |
রাজশাহী কিংস-বরিশাল বুলস, মিরপুর, ২০১৬-১৭ |
৩৩৫.৭১ |
সর্বোচ্চ স্ট্রাইকরেটের ইনিংস ড্যারেন স্যামির। গত মৌসুমে চট্টগ্রামে রাজশাহী কিংসের হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ১৪ বলে অপরাজিত ৪৭। স্যামির ইনিংসে ছিল ৬টি ছক্কা |
ছক্কার রাজা |
১০৭ ক্রিস গেইল |
৪৭ সাব্বির রহমান |
৪৫ এনামুল হক |
প্রথম পাঁচবারের চারবারই চ্যাম্পিয়ন দলের অধিনায়কের নাম মাশরাফি বিন মুর্তজা। ব্যতিক্রম ২০১৬-১৭ মৌসুম |
সবচেয়ে বেশি উইকেট | ||||||
বোলার | ম্যাচ | উইকেট | সেরা | গড় | ইকো. | ৪/৫ |
সাকিব আল হাসান | ৬১ | ৮৩ | ৫/১৬ | ১৭.৮৭ | ৬.৬১ | ২/১ |
কেভন কুপার | ৩৮ | ৬৩ | ৫/১৫ | ১৪.০১ | ৬.৩২ | ২/১ |
শফিউল ইসলাম | ৪৯ | ৫৪ | ৫/২৬ | ২৩.০৯ | ৮.১৫ | ২/১ |
মাশরাফি বিন মুর্তজা | ৬০ | ৫১ | ৩/১৬ | ২৭.৩৭ | ৬.৭৬ | ০/০ |
মোহাম্মদ নবী | ৩৮ | ৫০ | ৪/২৪ | ১৬.৯৬ | ৬.৮২ | ১/০ |
সেরা বোলিং |
৫/৬ |
মোহাম্মদ সামি |
দুরন্ত রাজশাহী-ঢাকা গ্ল্যাডিয়েটরস, মিরপুর, ২০১১-১২ |
৫/১৫ |
কেভন কুপার |
বরিশাল বুলস-রংপুর রাইডার্স, মিরপুর, ২০১৫-১৬ |
৫/১৬ |
সাকিব আল হাসান |
ঢাকা ডায়নামাইটস-রংপুর রাইডার্স, মিরপুর, ২০১৭-১৮ |
২.৪-২-০-৩ |
২০১৬-১৭ মৌসুমে মিরপুরে খুলনা টাইটানসের বিপক্ষে রংপুর রাইডার্সের আরাফাত সানি কোনো রান না দিয়ে নেন ৩ উইকেট। বিপিএলে সবচেয়ে কিপটে বোলিংয়ের রেকর্ড এটাই। সানি ছাড়া টি-টোয়েন্টিতে শূন্য রানে ৩ উইকেট পেয়েছেন শুধু শ্রীলঙ্কার দিনুকা হেট্টিয়ারাচ্চি |
বিপিএলে হ্যাটট্রিক দুটি, মোহাম্মদ সামি ২০১১-১২ মৌসুমে ও আল আমিন হোসেন ২০১৫-১৬ মৌসুমে। |
বিপিএলে খেলা ৬০ ম্যাচের ৫৯টিতেই অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। শুধু ২০১৩ সালে ১৫ ফেব্রুয়ারি ঢাকা গ্ল্যাডিয়েটরস-সিলেট রয়্যালস ম্যাচটি অধিনায়ক হিসেবে খেলেননি মাশরাফি |
দ্রুততম সেঞ্চুরি আহমেদ শেহজাদের। ২০১২ সালে বরিশাল বার্নার্সের হয়ে দুরন্ত রাজশাহীর বিপক্ষে ৪০ বলে সেঞ্চুরি করেন পাকিস্তানি ব্যাটসম্যান। দ্রুততম ফিফটিও (১৬ বল) তাঁর |
(Visited ২ times, ১ visits today)