স্বাধীনতার পরে অনুষ্ঠিত সকল নির্বাচনের ভোট প্রাপ্তির রেকর্ড ভেঙ্গে উজিরপুর ও বানারীপাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-২ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হওয়া বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি মো. শাহে আলম বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন।
বুধবার দুপুর পৌনে ১২ টায় গণভবনে মো. শাহে আলম পরপর তিনবার এবং চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনার সঙ্গে দেখা করে দোয়া নেন ও তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এসময় বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ¦ গোলাম ফারুক তার সঙ্গে ছিলেন।
(Visited ১ times, ১ visits today)